সোমবার, ৬ জুলাই, ২০১৫

মৃত্যু (Death)

মৃত্যু (Death)
জানিনা কখন
সীমার বাঁধনে বাঁধা সময়
ফুরালো অতি দ্রুত।
কাছ হতে শুনি
বিদায়ের ঘন্টা ধ্বনি।
দূর নয়
দেরী নয়
সময় নেইকো বাকী
যাবার সময় আজি
দুয়ারে দাঁড়ায়ে গাড়ী
যেতে হবে ত্বরা করি।
নবীনেরা অপেক্ষায় আছে
প্রবীনেরা গেলে ঘাট ছেড়ে
ভীড়বে তাদের তরী
ধরনীর তীরে।
পৃথিবী প্রস্তুত সাজে

নবীন বরণ উত্‌সবে।

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন