গরীবের
মেয়ে
কেমনে
হবে বিয়ে
পাত্রের
চাহিদা গগনচুম্বী
মোটর
সাইকেল টেলিভিসন ফ্রীজ
মোটা
অংকের নগদ টাকা ইত্যাদি
সব
কিছু দিলে
হবে
বিয়ে নিশ্চিত
কম
খরচে পাত্র মিলে কদাচিত
এত
ধন এত পণ
কোথায়
পাবে
দরিদ্র
পিতা
কেমনে
মিটাবে
বিবাহের
আকাশ ছোঁয়া পণ?
পাত্রের
পিতা বলে
"আমিও
দিয়েছি কন্যার বিবাহ
খরচ
করেছি মেলা
এবার
পূর্ণ হবে শূন্য ভেলা
কই
এর তেলে ভাজবো কই
মজা
করে খাবো খই"।
কেমনে
ঘুচবে
এ
সামাজিক অবক্ষয়
কে
রুধিবে এ মহা প্রলয়
বিস্ময়
সাধিতে পারে নারী
যদি
শিক্ষায় দীক্ষায়
অর্জনে
উপার্জনে
সাধিতে
পারে সে মহা বিপ্লব
মহা
বিস্ময়!
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন