রবিবার, ২৮ জুন, ২০১৫

পোষাক কারখানায় রমনী (Women of the garment factories)


পোষাক কারখানায় রমনী
পোষাক কারখানায়
কত নারী কাজ করে
অক্লান্ত পরিশ্রমে
ঘর্মাক্ত কলেবরে
স্বল্প বেতনে
মালিকের শোষণে
যারা চায়
টাকা কাড়ি কাড়ি
গাড়ী বাড়ী
সারি সারি
থাকুক না
শ্রমিকের শূন্য হাড়ি
না থাকুক তার থাকার বাড়ী
মালিকের চাই টাকা কাড়ি কাড়ি
চলুক না জোরে
শোষনের গাড়ী
তাতে তার কিছু এসে যায় না ভারী
শ্রমিকের হলে ঘাটতি
মালিকের হবে বাড়তি
এইতো জগতের রীতি
শোষনের চাকায় পিষ্ট হয় নারী
তবু তারা খোঁজে না বাসা বাড়ী
গৃহস্থালী কাজের তরে
আয়ের তরে
ত্যাগ করে আরামে থাকা
নিশ্চিত আশ্রয় পাওয়া
ভালো মন্দ খাওয়া
এখানে সেখানে যাওয়া
স্বাধীনতা তার প্রাণের চাওয়া
পরম পাওয়া
পরের বাড়ীতে পরাধীন হাওয়া
এ নহে তার চাওয়া
কষ্টে চলা ভালো
সেখানে থাকে
স্বাধীনতার আলো


কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন