আমার কন্যা (My daughter)
আমার কন্যা
করুণার ঝর্না ধারা
সকল আশার আলো
দূর করে সব কালো
সবার কাছে ভালো
আমায় সে দেয় শক্তি
হতাশা হতে মুক্তি
আমায় করে ভক্তি
সবার সে প্রিয় অতি
আমার প্রিয় সখী
আমার চোখের জ্যোতি
আমার ধ্রুব তারা
এমন গুণে গুণী
কোথাও না পাই খুঁজি
নিজ গুণে সে রানী
আমার নয়নের মণি
আমার দ:খের সাথী
আমার সুখে সুখী
সে আমার গৌরব
গোলাপের সৌরভ
আশীর্ব্বাদ ঝরে
আমার মায়ের তরে
প্রাণের গভীর হতে।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন