পৌত্রের কথা (Sayings of the grandson)
পৌত্রের কথা
অনেক ব্যাথায় ভরা
বলে পৌত্র
দাদার নাম জানিনা
এসব বিষয় ভাবিনা
দাদার নামের কাম কি
দাদীর নামের দাম কি
আমার নামে আমি
আমার পরিচিতি
বর্তমানে ছুটি
ভবিষ্যত বুঝি
বাপের নাম জানি
মায়ের নাম না ভুলি
চাকরি খুঁজি
পাশপোর্ট করি
বাপের নাম
মায়ের নাম
লাগে কাজে অতি
যুগ বদলের পালা
পুরাণো সব ভোলা
পুরাণো হয় যারা
পশ্চাতে রয় তারা
নূতন যুগে বাতিল যারা
নূতন যুগের হাওয়া
অনেক কষ্ট পাওয়া।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন