রবিবার, ৫ জুলাই, ২০১৫

চোখের আড়ালে (Out of sight)

চোখের আড়ালে (Out of sight)
প্রেমে উন্মত্ত ছিলাম আমি
ভালোবাসায় নিমজ্জিত ছিলে তুমি
কখনও ভাবিনি
তোমায় যেতে হবে বহু দূরে
দিগন্ত ছাড়িয়ে
সমুদ্র পেরিয়ে
আমায় ছেড়ে
জীবনের প্রয়োজনে।
দূরে তুমি
দূরে আমি
মাঝখানে ওড়ে
স্মৃতির পখীরা আনমনে
আশা ছিল
আসবে তুমি ফিরে
আমাদের পুরাতন নীড়ে।
দিন যায় রাত আসে
রাত শেষে প্রভাত হাসে
বসন্ত কালে কোকিল ডাকে
বর্ষায় বাদল হাওয়া
মন উতল করে।
তুমি এলেনা ফিরে
হারালে শত মানুষের ভীড়ে।
কোথাও নেই তুমি
কোথাও নেই আমি
নেই সে পুরাতন বাঁশী
সেই মধুর সুর।
দূর হতে শুনি
বাঁশী নূতন সুরে বাজে
নূতন গান গায়
ছন্দে আনন্দে।
অপেক্ষার প্রহর শেষ
আশার আলোর
নেইকো লেশ
আমায় ঘিরে থাকে
ভাঙা হৃদয়ের বিষন্নতা
গভীর বেদনার ক্লেশ।
একদিন তাও হলো শেষ
রয়ে গেল শুধু
স্মৃতির সামান্য রেশ।

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন