প্রেমিক (Lover)
ক্ষণিকের তরে প্রেম
ক্ষণে ক্ষণে বদলায়
চঞ্চল অতি
যৌবনের উচ্ছ্বাসে উদ্যাম
এই আছে
এই নাই
কখনও এ পাত্রে
কখনও সে পাত্রে
ফুলে ফুলে মধু খায়
প্রেমিক ভ্রমর সে
প্রেমিক যেখানে যায়
প্রেমের ফুল ফোটে সেথায়
পুরাণো প্রেম ভোলে
নূতন প্রেমের মোহে
এ মোহ চিরন্তন
যুগে যুগে কালে কালে
সভ্যতার শাসন
অতিক্রম করে
নূতন প্রেমে সদ্য ফোটা
গোলাপের সুবাস
চন্দনের মিষ্টি সুগন্ধ
প্রেমিক পান করে
অমৃত সুধা
ফুলের নির্যাসে সিক্ত
প্রেম সুধা
প্রেমিক ঘোরে
পথে পথে
বনে বনে
চিরন্তন তৃষ্নার তরে
সবুজ ঘাসের সন্ধানে
সদ্য ফোটা ফুলের খোঁজে।
These writings are marvelous. I have a lot pleasure reading them.
উত্তরমুছুন