কাজ ( Work)
কাজ করি
ফসলের মাঠে
বাড়ীর উঠোনে
নদী সমুদ্রে
কাছে কিংবা দূরে।
কর্ম আনে গতি
আলস্যে টানে যতি
আনে সমৃদ্ধি
আনে প্রবৃদ্ধি
গড়ে সুস্বাস্থ্য
বাড়ায় ধন
বাড়ায় মান।
কাজে আনন্দ
কাজে সাফল্য
কাজে সৌভাগ্য।
কোন কাজ ছোট নয়
সব কাজই বড়
সব কাজই মহান
কোন কাজে নাই লজ্জা
নাই ভয়
সত্ কাজে সদা জয়
হোক তা ঘরে বা বাহিরে
ঘরের কাজ
নিজের কাজ
নিজের লাভ
কমে নাকো তাতে পুরুষের মান
সংসারের কাজে
বড়ালে হাত্
নারীর হাতে রাখলে হাত
সে হাত ফিরে আসে
পুরুষের কাছে
ভালোবাসায় পূর্ণ হয়ে।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন