রবিবার, ২১ জুন, ২০১৫

VEGETABLE VENDOR

সব্জিওয়ালা (Vegetable Vendor)

গরীব সব্জিওয়ালা
মাথায় নিয়ে বোঝা
বড় কষ্টে বাঁচে ওরা
বেচে তারা আলু বেগুন পটল কুমড়া
কখনওবা ঢেড়স ঝিংগা করলা ধনে পাতা
সংসার সমুদ্রে ভাসে তারা
অতি সামান্য আয়ে
সংসারে চলে অতি টানাটানি
যদি মোরা করি কাড়াকাড়ি
বড় বেশী দামাদামি
এযে বাড়াবাড়ি
কেন করি লুটপাট
মোরা আছি ফিটফাট ঠিকঠাক
দাওনা কিছু তাকে ছাড়
তাতে হবেনা তোমার হার
করো নাকো এত বেশী দামাদামি
এত বেশী কাটাকাটি
কর কিছু ভাগাভাগি
সামান্য বাটাবাটি
নেইকো ক্ষতি তায়
যদি সেও কিছু পায়