সোমবার, ২৯ জুন, ২০১৫

কনে দেখা (Choosing the bride)

কনে দেখা (Choosing the bride)
এ বাড়ী ও বাড়ী ঘোরা
শত শত কনে দেখা
চা নাস্তা মিষ্টি সমুসা
পোলাও কোরমা খাওয়া
"কনে পছন্দ নয়" বলা
কনের বাপের পয়সা নষ্ট করা
আবার অন্য কোথাও দেয়া হানা
আবার চা নাষ্তা মিষ্টি সমুসা
পোলাও কোরমা খাওয়া
"কনে পছন্দ নয়" বলা
কত সহজে বলা
কত কঠিন ব্যাথা!
নেই কোনো লজ্জা!
কারো পৌষ মাস
কারো সর্ব্বনাশ
নারীর সম্মান হরনের কি নির্দয় প্রয়াস!
ময়েটি হাজির হয় বারবার সেজেগুজে
দুরু দুরু বক্ষে
আশায় বুক বেঁধে
পাত্র পক্ষের সামনে
কিন্তু হায়!
তারা বার বার আসে
বারবার হাসে
"কনে পছন্দ নয়" বলে
বারবার ফিরে যায়!
মেয়েটি ভাবে অতি কদাকার কুতসিত সে
অনাকাংখিত অপয়া মেয়ে
এহেন অবহেলা
এক নিষ্ঠুর খেলা
পাত্র পক্ষের দাপটে
প্রচন্ড প্রতাপে
কন্যা দায়গ্রস্হ পিতার
করুণ দুর্দশা
মান সম্মান টাকা পয়সা
সবকিছু হল শেষ
রয়ে গেল পাত্রপক্ষের
কটাক্ষ আর শ্লেষ
নিদারুণ ক্লেশ।
এ যুগের পাত্র
শিক্ষিত মার্জিত
রুচিতে বাঁধে না তার
এহেন দুরাচার
সভ্যতার কিসের বড়াই তার?


সময়ের পরিবর্তন(Change of Time)

সময়ের পরিবর্তন(Change of Time)
সদাচরণ নির্বাসনে আজ
মানুষ চলে কাঁপিয়ে মাটি
ঝেঁটিয়ে নৈতিকতার বাণী
সদা উত্তেজনা উন্নাসিকতা
সদা উগ্রতা রুক্ষতা
দাম্ভিকতা কৃত্রিমতা
সুবচন শুনি কদাচিত
গুরুজনে ভক্তি মেলা ভার
ভক্তির সময় নেইকো তার
জীবনের গতি উদ্দাম
সব কিছু চলে দুমদাম
দাঁড়াবার সময় নেই চুপচাপ
দ্রুতগতি যন্ত্রের তালে
ধীর গতি বৃদ্ধ বেতাল
আশ্রয় মেলে তার বৃদ্ধাশ্রমে
কখনও বা মেলেনা তাও
দিন কাটে তার খেয়ে না খেয়ে
রাত কাটে পথে প্রান্তরে
হাটে মাঠে ঘাটে
বনে বাদাড়ে।
সন্তানের পিঠে আজ
পিতা মাতার বোঝা
যায়না টানা.
মাতা-পিতার অবদান
সেতো অতীতের গল্প
কেমনে শুনিবে তা
সময় যে অতি অল্প!
ওরা বাঁধনহারা চলে
মুক্ত জীবনের খোঁজে
স্মৃতির বোঝা বইতে নারে
অতীতের ভাষা বুঝতে নারে
পথ চলা শুধু সম্মুখ পানে।
সবাই চলে দেখে ঘড়ি
কেবলি তড়িঘড়ি
দৌড়াদৌড়ি
হুড়োহুড়ি লুটোপুটি
নেইকো সময়
ভালোবাসিবার তরে
পাখীর কলকাকলি শোনার তরে
উপরের সিঁড়ি অনেক দূরে
যেতে হবে দ্রুত লয়ে
ছন্দে ছন্দে তালে তালে
যেতে হবে সকলের আগে
সময়ের আগে
সবাইকে পিছনে ফেলে।


বই পড়ি (I read books)

বই পড়ি (I read books)
আমি বই পড়ি
আনন্দলোকে ভাসি
চলে যাই তেপান্তরের মাঠে
পথে প্রান্তরে
সমুদ্র পেরিয়ে
মরুভূমি ছাড়িয়ে
দূরে বহু দূরে
কখনও হাসি কখনও কাঁদি
কত কথা শুনি
কত কিছু শিখি
কত কিছু দেখি
শত কথা ভাবি
দু:খ বেদনা ভুলি
নূতন করে
নিজেরে খুঁজি।

দরিদ্র আত্মীয় (Poor Relatives)


দরিদ্র আত্মীয় (Poor Relatives)
দরিদ্র আত্মীয় যারা
দূরে থাকে তারা
দূরে থাকি মোরা
নিমন্ত্রণ পায়না ওরা
উতসবে পার্বনে
জন্ম দিনে বা বিয়ের দিনে
ভুলে যাই ওদের
ভুলে থাকি
ভুল হয়ে যায়
ভয় পাই
ভয়ে থাকি
পাছে মলিন হয় উতসব
মলিন হয় আলোক বাতি
ম্লান হই আমি।
আসলে তা নয়
আলোকিত আমি
যখন দ্বিধা-দ্বন্দ ভুলি
আপন জনকে আপন বলে চিনি
নিজের করে ভাবি
কাছ থেকে দেখি
কাছে টেনে আনি

নিজের কাছে রাখি।