সোমবার, ২৯ জুন, ২০১৫

কনে দেখা (Choosing the bride)

কনে দেখা (Choosing the bride)
এ বাড়ী ও বাড়ী ঘোরা
শত শত কনে দেখা
চা নাস্তা মিষ্টি সমুসা
পোলাও কোরমা খাওয়া
"কনে পছন্দ নয়" বলা
কনের বাপের পয়সা নষ্ট করা
আবার অন্য কোথাও দেয়া হানা
আবার চা নাষ্তা মিষ্টি সমুসা
পোলাও কোরমা খাওয়া
"কনে পছন্দ নয়" বলা
কত সহজে বলা
কত কঠিন ব্যাথা!
নেই কোনো লজ্জা!
কারো পৌষ মাস
কারো সর্ব্বনাশ
নারীর সম্মান হরনের কি নির্দয় প্রয়াস!
ময়েটি হাজির হয় বারবার সেজেগুজে
দুরু দুরু বক্ষে
আশায় বুক বেঁধে
পাত্র পক্ষের সামনে
কিন্তু হায়!
তারা বার বার আসে
বারবার হাসে
"কনে পছন্দ নয়" বলে
বারবার ফিরে যায়!
মেয়েটি ভাবে অতি কদাকার কুতসিত সে
অনাকাংখিত অপয়া মেয়ে
এহেন অবহেলা
এক নিষ্ঠুর খেলা
পাত্র পক্ষের দাপটে
প্রচন্ড প্রতাপে
কন্যা দায়গ্রস্হ পিতার
করুণ দুর্দশা
মান সম্মান টাকা পয়সা
সবকিছু হল শেষ
রয়ে গেল পাত্রপক্ষের
কটাক্ষ আর শ্লেষ
নিদারুণ ক্লেশ।
এ যুগের পাত্র
শিক্ষিত মার্জিত
রুচিতে বাঁধে না তার
এহেন দুরাচার
সভ্যতার কিসের বড়াই তার?


সময়ের পরিবর্তন(Change of Time)

সময়ের পরিবর্তন(Change of Time)
সদাচরণ নির্বাসনে আজ
মানুষ চলে কাঁপিয়ে মাটি
ঝেঁটিয়ে নৈতিকতার বাণী
সদা উত্তেজনা উন্নাসিকতা
সদা উগ্রতা রুক্ষতা
দাম্ভিকতা কৃত্রিমতা
সুবচন শুনি কদাচিত
গুরুজনে ভক্তি মেলা ভার
ভক্তির সময় নেইকো তার
জীবনের গতি উদ্দাম
সব কিছু চলে দুমদাম
দাঁড়াবার সময় নেই চুপচাপ
দ্রুতগতি যন্ত্রের তালে
ধীর গতি বৃদ্ধ বেতাল
আশ্রয় মেলে তার বৃদ্ধাশ্রমে
কখনও বা মেলেনা তাও
দিন কাটে তার খেয়ে না খেয়ে
রাত কাটে পথে প্রান্তরে
হাটে মাঠে ঘাটে
বনে বাদাড়ে।
সন্তানের পিঠে আজ
পিতা মাতার বোঝা
যায়না টানা.
মাতা-পিতার অবদান
সেতো অতীতের গল্প
কেমনে শুনিবে তা
সময় যে অতি অল্প!
ওরা বাঁধনহারা চলে
মুক্ত জীবনের খোঁজে
স্মৃতির বোঝা বইতে নারে
অতীতের ভাষা বুঝতে নারে
পথ চলা শুধু সম্মুখ পানে।
সবাই চলে দেখে ঘড়ি
কেবলি তড়িঘড়ি
দৌড়াদৌড়ি
হুড়োহুড়ি লুটোপুটি
নেইকো সময়
ভালোবাসিবার তরে
পাখীর কলকাকলি শোনার তরে
উপরের সিঁড়ি অনেক দূরে
যেতে হবে দ্রুত লয়ে
ছন্দে ছন্দে তালে তালে
যেতে হবে সকলের আগে
সময়ের আগে
সবাইকে পিছনে ফেলে।


বই পড়ি (I read books)

বই পড়ি (I read books)
আমি বই পড়ি
আনন্দলোকে ভাসি
চলে যাই তেপান্তরের মাঠে
পথে প্রান্তরে
সমুদ্র পেরিয়ে
মরুভূমি ছাড়িয়ে
দূরে বহু দূরে
কখনও হাসি কখনও কাঁদি
কত কথা শুনি
কত কিছু শিখি
কত কিছু দেখি
শত কথা ভাবি
দু:খ বেদনা ভুলি
নূতন করে
নিজেরে খুঁজি।

দরিদ্র আত্মীয় (Poor Relatives)


দরিদ্র আত্মীয় (Poor Relatives)
দরিদ্র আত্মীয় যারা
দূরে থাকে তারা
দূরে থাকি মোরা
নিমন্ত্রণ পায়না ওরা
উতসবে পার্বনে
জন্ম দিনে বা বিয়ের দিনে
ভুলে যাই ওদের
ভুলে থাকি
ভুল হয়ে যায়
ভয় পাই
ভয়ে থাকি
পাছে মলিন হয় উতসব
মলিন হয় আলোক বাতি
ম্লান হই আমি।
আসলে তা নয়
আলোকিত আমি
যখন দ্বিধা-দ্বন্দ ভুলি
আপন জনকে আপন বলে চিনি
নিজের করে ভাবি
কাছ থেকে দেখি
কাছে টেনে আনি

নিজের কাছে রাখি।

রবিবার, ২৮ জুন, ২০১৫

যৌতুক (Dowry)

                          যৌতুক (Dowry)
গরীবের মেয়ে
কেমনে হবে বিয়ে
পাত্রের চাহিদা গগনচুম্বী
মোটর সাইকেল টেলিভিসন ফ্রীজ
মোটা অংকের নগদ টাকা ইত্যাদি
সব কিছু দিলে
হবে বিয়ে নিশ্চিত
কম খরচে পাত্র মিলে কদাচিত
এত ধন এত পণ
কোথায় পাবে
দরিদ্র পিতা
কেমনে মিটাবে
বিবাহের আকাশ ছোঁয়া পণ?
পাত্রের পিতা বলে
"আমিও দিয়েছি কন্যার বিবাহ
খরচ করেছি মেলা
এবার পূর্ণ হবে শূন্য ভেলা
কই এর তেলে ভাজবো কই
মজা করে খাবো খই"
কেমনে ঘুচবে
এ সামাজিক অবক্ষয়
কে রুধিবে এ মহা প্রলয়
বিস্ময় সাধিতে পারে নারী
যদি শিক্ষায় দীক্ষায়
অর্জনে উপার্জনে
সাধিতে পারে সে মহা বিপ্লব
মহা বিস্ময়!

পোষাক কারখানায় রমনী (Women of the garment factories)


পোষাক কারখানায় রমনী
পোষাক কারখানায়
কত নারী কাজ করে
অক্লান্ত পরিশ্রমে
ঘর্মাক্ত কলেবরে
স্বল্প বেতনে
মালিকের শোষণে
যারা চায়
টাকা কাড়ি কাড়ি
গাড়ী বাড়ী
সারি সারি
থাকুক না
শ্রমিকের শূন্য হাড়ি
না থাকুক তার থাকার বাড়ী
মালিকের চাই টাকা কাড়ি কাড়ি
চলুক না জোরে
শোষনের গাড়ী
তাতে তার কিছু এসে যায় না ভারী
শ্রমিকের হলে ঘাটতি
মালিকের হবে বাড়তি
এইতো জগতের রীতি
শোষনের চাকায় পিষ্ট হয় নারী
তবু তারা খোঁজে না বাসা বাড়ী
গৃহস্থালী কাজের তরে
আয়ের তরে
ত্যাগ করে আরামে থাকা
নিশ্চিত আশ্রয় পাওয়া
ভালো মন্দ খাওয়া
এখানে সেখানে যাওয়া
স্বাধীনতা তার প্রাণের চাওয়া
পরম পাওয়া
পরের বাড়ীতে পরাধীন হাওয়া
এ নহে তার চাওয়া
কষ্টে চলা ভালো
সেখানে থাকে
স্বাধীনতার আলো


My Blog

My Blog
My blog
My freedom
My voice
My choice
My Security
Identity
Liberty
Opportunity
My expression
My submission
My confession
My pleasure
I utilize my leisure
I say what I want to say
I share that I want to share
All I get here
Everything is fair
It removes
My depression
Suppression
Oppression
Makes me joyful
happy
Cheerful
Successful
It gives me courage
Makes me confident
I love my blog
My blog loves me


শুক্রবার, ২৬ জুন, ২০১৫

কাঁটা তারের বেড়া (BARBED WIRE FENCE)







কাঁটা তারের বেড়া (BARBED WIRE FENCE)
কাঁটা তারের বেড়া
রক্ত আর বারুদের নেশা
অনেক বেদনায় ঘেরা
মায়ের ক্রন্দন আর
দীর্ঘ শ্বাসে ভরা
কাঁটা তারের বেড়া!
ফ্যালানীর ঝুলে থাকা লাশ
হাজার মৃত্যুর হাহাকার
গুলী খাওয়া মানুষের আর্ত্তনাদ
সবই ঘটে কাঁটা তারের বেড়ায়।
মাকে ডেকেছিল ফ্যালানী
পানি চেয়েছিল ফ্যালানী
তৃষ্নায় বুক ফাটে ফ্যালানীর
মাকে ডেকে ডেকে নীরব হলো
ফ্যালানীর ক্ষীণ কন্ঠস্বর
পানির পিপাসায় কাতরালো সে
এলনা মা
ফ্যালানী পেলনা পানি
আমাদের প্রিয় ফ্যালানী!
এপাড়ে আমি
ওপাড়ে তুমি
আসলে এপাড়ে ওপাড়ে
দুপাড়েই আমি
দুপাড়েই তুমি
আমাতে রয়েছো তুমি
তোমাতে রয়েছি আমি
তোমার আমার ধমনীতে
বইছে একই রক্তের ধারা
সকলেই মোরা ভারত মানব গোষ্ঠির
অবয়বে কাছাকাছি
বাস করি পাশাপাশি
অভ্যাস সংস্কৃতি কৃষ্টি
চালচলন বেশভূষা
আহার বিহার
সবকিছুতেই মাখামাখি
তবে কেন এ মিথ্যা কাটাকাটি
হানাহানি মারামারি?
মায়ের সন্তান এপাড়ে ওপাড়ে
দুপাড়েই সমান
তাঁরা বাঁচে একই সূর্য চন্দ্রের তলে
একই বৃক্ষের ছায়ে
একই ফসলের মাঠে।
ধর্মের দোহাই বড় বেমানান
যুগে যুগে কত মানুষ
যোদ্ধার বেশে
ব্যাবসার তরে
ধর্ম প্রচারের লক্ষ্যে
এসেছে ভারতবর্ষে
জনপদে তারা এনেছে পরিবর্তন
কেউ বেছে নিয়েছে যীশু
কেউবা মোহাম্মাদ
মানব গোষ্ঠির কোনো পরির্তন
হয়নিকো তাতে
সকলেই মোরা ভারত মাতার সন্তান
দেখ চারিদিকে
পৃথীবীর মানুষের ভীড়ে
সীমানা এড়িয়ে চলে সবে
কত মানুষ নৌকায় ডুবে মরে
আমেরিকা বা ইতালী যাবার পথে
আরো সুন্দর জীবনের আশে
কোথাও না মারে তাদের
হয় নাকো গুরুদন্ড
লঘু অপরাধের তরে।
সৃষ্টির প্রারম্ভ হতে
আসা যাওয়ার এ খেলা
মানুষের চিরন্তন নেশা
এ খেলা থামবে নাকো
কাঁটা তারের বেড়ায়।













বৃহস্পতিবার, ২৫ জুন, ২০১৫

BRIBE

ঘূষ ( Bribe)
ঘূষের দবানলে পুড়ছে দেশ
এ এক দুঃসহ ক্লেশ
যেখানেই যাই
এ অফিস
সে অফিস
এ পাড়া ও পাড়া
বড় সাহেব
ছোট সাহেব
পিয়ন চাপরাসি আরদালী
চলে শুধু ঘুষের দালালী
এ জাতির বড় দোষ
শুধু ঘুষ আর ঘুষ
ঘুষ ছাড়া কাজ নেই
কথা নেই
গতি নেই
দুর্ভোগের শেষ নেই
কোথাও মানুষ নেই
জীবনের চাকা বন্ধ
ঘুষের নেশায় অন্ধ
সততার বাণী নিভৃতে কাঁদে
ঘুষের ফাঁদে মানুষ কাঁদে
ঘুষ দিলে কাড়ি কাড়ি
তবে হবে পুত্রের চাকরী
পিতামাতা বৃদ্ধ
জীবন যুদ্ধে
ক্লান্ত পরিশ্রান্ত
পুত্রের রোজগার
একমাত্র আশা
জীবন সমদ্রের ভেলা
চাকরীর বাজারে আগুন
চাচা ভাতিজার যুগ
করে না বিচার গুণাগুণ
মোটা টাকার শর্ত্ত
পিতা মাতার কষ্ট
এ বোঝা ভীষণ ভারী
অসহায় কান্ডারী
আশার আলো নিভে যায় গভীর অন্ধকারে
ফাইলের পাহাড় কাঁদে
ঘুষের নিরযাতনে
নৈতিকতার অবক্ষযে জর্জরিত
পরাজিত জাতি
কবে পোহাবে এ রাতি
কবে ঘুচবে এ মরণ ব্যাধি?
আর কত দেরী
 কত দিন বাকী
যবে মানুষের ধর্ম
হবে সত কর্ম

খুঁজি সেই বর্ম

রবিবার, ২১ জুন, ২০১৫

VEGETABLE VENDOR

সব্জিওয়ালা (Vegetable Vendor)

গরীব সব্জিওয়ালা
মাথায় নিয়ে বোঝা
বড় কষ্টে বাঁচে ওরা
বেচে তারা আলু বেগুন পটল কুমড়া
কখনওবা ঢেড়স ঝিংগা করলা ধনে পাতা
সংসার সমুদ্রে ভাসে তারা
অতি সামান্য আয়ে
সংসারে চলে অতি টানাটানি
যদি মোরা করি কাড়াকাড়ি
বড় বেশী দামাদামি
এযে বাড়াবাড়ি
কেন করি লুটপাট
মোরা আছি ফিটফাট ঠিকঠাক
দাওনা কিছু তাকে ছাড়
তাতে হবেনা তোমার হার
করো নাকো এত বেশী দামাদামি
এত বেশী কাটাকাটি
কর কিছু ভাগাভাগি
সামান্য বাটাবাটি
নেইকো ক্ষতি তায়
যদি সেও কিছু পায়


বুধবার, ১৭ জুন, ২০১৫

CUNNING




চালাকি (Cunning)
করো নাকো চালাকি
এ যে মহা বোকামি
চালাকি হবে জানাজানি
করবে লোকে কানাকানি হাসাহাসি
শুরু হবে মারামারি
হানাহানি কাটাকাটি
কেন তুমি ভাবো
তোমার দুষ্টু চালাকি
হবে নাকো জানাজানি?
দেখ চারিদিকে
কত মানুষ ঘোরে ফিরে
তোমার চেয়ে চালাক তারা
চালাকি ভালো বোঝে যারা
সমাজে বলে বেড়ায় তারা
তোমার চালাকির কথা
ফাঁস হয় চালাকি
ভোজবাজি জারিজুরি
চালাকির হয় ভরাডুবি
তুমি পাও শরম
মেজাজ হয় গরম
মন হয় নরম
তাই বলি
ছেড়েছুড়ে ভেলকিবাজি
যত আছে দষ্টু বুদ্ধি
ফিরে চল সহজ পথে
সরল পথে
অনেক শান্তি পাবে মনে
অনেক শক্তি পাবে দেহে