শুক্রবার, ২৬ জুন, ২০১৫

কাঁটা তারের বেড়া (BARBED WIRE FENCE)







কাঁটা তারের বেড়া (BARBED WIRE FENCE)
কাঁটা তারের বেড়া
রক্ত আর বারুদের নেশা
অনেক বেদনায় ঘেরা
মায়ের ক্রন্দন আর
দীর্ঘ শ্বাসে ভরা
কাঁটা তারের বেড়া!
ফ্যালানীর ঝুলে থাকা লাশ
হাজার মৃত্যুর হাহাকার
গুলী খাওয়া মানুষের আর্ত্তনাদ
সবই ঘটে কাঁটা তারের বেড়ায়।
মাকে ডেকেছিল ফ্যালানী
পানি চেয়েছিল ফ্যালানী
তৃষ্নায় বুক ফাটে ফ্যালানীর
মাকে ডেকে ডেকে নীরব হলো
ফ্যালানীর ক্ষীণ কন্ঠস্বর
পানির পিপাসায় কাতরালো সে
এলনা মা
ফ্যালানী পেলনা পানি
আমাদের প্রিয় ফ্যালানী!
এপাড়ে আমি
ওপাড়ে তুমি
আসলে এপাড়ে ওপাড়ে
দুপাড়েই আমি
দুপাড়েই তুমি
আমাতে রয়েছো তুমি
তোমাতে রয়েছি আমি
তোমার আমার ধমনীতে
বইছে একই রক্তের ধারা
সকলেই মোরা ভারত মানব গোষ্ঠির
অবয়বে কাছাকাছি
বাস করি পাশাপাশি
অভ্যাস সংস্কৃতি কৃষ্টি
চালচলন বেশভূষা
আহার বিহার
সবকিছুতেই মাখামাখি
তবে কেন এ মিথ্যা কাটাকাটি
হানাহানি মারামারি?
মায়ের সন্তান এপাড়ে ওপাড়ে
দুপাড়েই সমান
তাঁরা বাঁচে একই সূর্য চন্দ্রের তলে
একই বৃক্ষের ছায়ে
একই ফসলের মাঠে।
ধর্মের দোহাই বড় বেমানান
যুগে যুগে কত মানুষ
যোদ্ধার বেশে
ব্যাবসার তরে
ধর্ম প্রচারের লক্ষ্যে
এসেছে ভারতবর্ষে
জনপদে তারা এনেছে পরিবর্তন
কেউ বেছে নিয়েছে যীশু
কেউবা মোহাম্মাদ
মানব গোষ্ঠির কোনো পরির্তন
হয়নিকো তাতে
সকলেই মোরা ভারত মাতার সন্তান
দেখ চারিদিকে
পৃথীবীর মানুষের ভীড়ে
সীমানা এড়িয়ে চলে সবে
কত মানুষ নৌকায় ডুবে মরে
আমেরিকা বা ইতালী যাবার পথে
আরো সুন্দর জীবনের আশে
কোথাও না মারে তাদের
হয় নাকো গুরুদন্ড
লঘু অপরাধের তরে।
সৃষ্টির প্রারম্ভ হতে
আসা যাওয়ার এ খেলা
মানুষের চিরন্তন নেশা
এ খেলা থামবে নাকো
কাঁটা তারের বেড়ায়।