রবিবার, ৫ জুলাই, ২০১৫

চোখের আড়ালে (Out of sight)

চোখের আড়ালে (Out of sight)
প্রেমে উন্মত্ত ছিলাম আমি
ভালোবাসায় নিমজ্জিত ছিলে তুমি
কখনও ভাবিনি
তোমায় যেতে হবে বহু দূরে
দিগন্ত ছাড়িয়ে
সমুদ্র পেরিয়ে
আমায় ছেড়ে
জীবনের প্রয়োজনে।
দূরে তুমি
দূরে আমি
মাঝখানে ওড়ে
স্মৃতির পখীরা আনমনে
আশা ছিল
আসবে তুমি ফিরে
আমাদের পুরাতন নীড়ে।
দিন যায় রাত আসে
রাত শেষে প্রভাত হাসে
বসন্ত কালে কোকিল ডাকে
বর্ষায় বাদল হাওয়া
মন উতল করে।
তুমি এলেনা ফিরে
হারালে শত মানুষের ভীড়ে।
কোথাও নেই তুমি
কোথাও নেই আমি
নেই সে পুরাতন বাঁশী
সেই মধুর সুর।
দূর হতে শুনি
বাঁশী নূতন সুরে বাজে
নূতন গান গায়
ছন্দে আনন্দে।
অপেক্ষার প্রহর শেষ
আশার আলোর
নেইকো লেশ
আমায় ঘিরে থাকে
ভাঙা হৃদয়ের বিষন্নতা
গভীর বেদনার ক্লেশ।
একদিন তাও হলো শেষ
রয়ে গেল শুধু
স্মৃতির সামান্য রেশ।

কাজ ( Work)

কাজ ( Work)
কাজ করি
ফসলের মাঠে
বাড়ীর উঠোনে
নদী সমুদ্রে
কাছে কিংবা দূরে।
কর্ম আনে গতি
আলস্যে টানে যতি
আনে সমৃদ্ধি
আনে প্রবৃদ্ধি
গড়ে সুস্বাস্থ্য
বাড়ায় ধন
বাড়ায় মান।
কাজে আনন্দ
কাজে সাফল্য
কাজে সৌভাগ্য।
কোন কাজ ছোট নয়
সব কাজই বড়
সব কাজই মহান
কোন কাজে নাই লজ্জা
নাই ভয়
সত্‌ কাজে সদা জয়
হোক তা ঘরে বা বাহিরে
ঘরের কাজ
নিজের কাজ
নিজের লাভ
কমে নাকো তাতে পুরুষের মান
সংসারের কাজে
বড়ালে হাত্‌
নারীর হাতে রাখলে হাত
সে হাত ফিরে আসে
পুরুষের কাছে
ভালোবাসায় পূর্ণ হয়ে।

প্রেমিক (Lover)

প্রেমিক (Lover)
ক্ষণিকের তরে প্রেম
ক্ষণে ক্ষণে বদলায়
চঞ্চল অতি
যৌবনের উচ্ছ্বাসে উদ্যাম
এই আছে
এই নাই
কখনও এ পাত্রে
কখনও সে পাত্রে
ফুলে ফুলে মধু খায়
প্রেমিক ভ্রমর সে
প্রেমিক যেখানে যায়
প্রেমের ফুল ফোটে সেথায়
পুরাণো প্রেম ভোলে
নূতন প্রেমের মোহে
এ মোহ চিরন্তন
যুগে যুগে কালে কালে
সভ্যতার শাসন
অতিক্রম করে
নূতন প্রেমে সদ্য ফোটা
গোলাপের সুবাস
চন্দনের মিষ্টি সুগন্ধ
প্রেমিক পান করে
অমৃত সুধা
ফুলের নির্যাসে সিক্ত
প্রেম সুধা
প্রেমিক ঘোরে
পথে পথে
বনে বনে
চিরন্তন তৃষ্নার তরে
সবুজ ঘাসের সন্ধানে
সদ্য ফোটা ফুলের খোঁজে।