শনিবার, ৩ অক্টোবর, ২০১৫

স্বামী (Lord)

স্বামী (Lord)
হে প্রভু
হে ঈশ্বর
হে মহা বিস্ময় !
হে মহর্ষি
হে দেবর্ষি
হে রাজাধিরাজ ।
করুণাময় হিতৈষী
অপরুপ রূপে তুমি
অনিন্দ্যসুন্দর ।
তুমি জ্যোতির্ময় পুরুষোত্তম
মোর ললাটের গৌরব তিলক
মোর গগনের ধ্রুবতারা ।
তুমি নীলাকাশের মত
দিগন্ত বিস্তৃত
সমুদ্রসম বন্ধনহীন
অসীম উদার ।
তুমি বটবৃক্ষের ছায়া
সবুজ ঘাসের স্নিগ্ধ মায়া ।
                             সকল পথের দিশারী তুমি
উত্তাল সমুদ্রে মহা কান্ডারী ।
হে প্রেমিক তুমি ত্রাণকর্ত্তা বীরশ্রেষ্ঠ
তোমার হৃদয়ে প্রজ্জ্বলিত
প্রেমের অনির্বাণ শিখা
আমার অংগনে এনেছে
শত বর্ণের শহস্র আলোর মেলা
প্রেমের অমৃত সুধা
পূর্ণ করেছে জীবন পাত্র ।
তুমি মহা ঞ্জানী
মহা গুণী
আমায় করেছো কেবলি ঋণী ।
হে প্রিয়তম
ক্ষমা করো মোর
শত অপরাধ
করুণার ঝর্ণা ধারায়
সিক্ত কর মোরে ।
হৃদয়ের অর্ঘ্য
করি নিবেদন
প্রাণের আকুতি লয়ে ।
লহো মোর পূজার ফুল
লহো শত কোটি প্রণাম
তোমার প্রাণের গভীরে।