রবিবার, ২৮ জুন, ২০১৫

যৌতুক (Dowry)

                          যৌতুক (Dowry)
গরীবের মেয়ে
কেমনে হবে বিয়ে
পাত্রের চাহিদা গগনচুম্বী
মোটর সাইকেল টেলিভিসন ফ্রীজ
মোটা অংকের নগদ টাকা ইত্যাদি
সব কিছু দিলে
হবে বিয়ে নিশ্চিত
কম খরচে পাত্র মিলে কদাচিত
এত ধন এত পণ
কোথায় পাবে
দরিদ্র পিতা
কেমনে মিটাবে
বিবাহের আকাশ ছোঁয়া পণ?
পাত্রের পিতা বলে
"আমিও দিয়েছি কন্যার বিবাহ
খরচ করেছি মেলা
এবার পূর্ণ হবে শূন্য ভেলা
কই এর তেলে ভাজবো কই
মজা করে খাবো খই"
কেমনে ঘুচবে
এ সামাজিক অবক্ষয়
কে রুধিবে এ মহা প্রলয়
বিস্ময় সাধিতে পারে নারী
যদি শিক্ষায় দীক্ষায়
অর্জনে উপার্জনে
সাধিতে পারে সে মহা বিপ্লব
মহা বিস্ময়!

পোষাক কারখানায় রমনী (Women of the garment factories)


পোষাক কারখানায় রমনী
পোষাক কারখানায়
কত নারী কাজ করে
অক্লান্ত পরিশ্রমে
ঘর্মাক্ত কলেবরে
স্বল্প বেতনে
মালিকের শোষণে
যারা চায়
টাকা কাড়ি কাড়ি
গাড়ী বাড়ী
সারি সারি
থাকুক না
শ্রমিকের শূন্য হাড়ি
না থাকুক তার থাকার বাড়ী
মালিকের চাই টাকা কাড়ি কাড়ি
চলুক না জোরে
শোষনের গাড়ী
তাতে তার কিছু এসে যায় না ভারী
শ্রমিকের হলে ঘাটতি
মালিকের হবে বাড়তি
এইতো জগতের রীতি
শোষনের চাকায় পিষ্ট হয় নারী
তবু তারা খোঁজে না বাসা বাড়ী
গৃহস্থালী কাজের তরে
আয়ের তরে
ত্যাগ করে আরামে থাকা
নিশ্চিত আশ্রয় পাওয়া
ভালো মন্দ খাওয়া
এখানে সেখানে যাওয়া
স্বাধীনতা তার প্রাণের চাওয়া
পরম পাওয়া
পরের বাড়ীতে পরাধীন হাওয়া
এ নহে তার চাওয়া
কষ্টে চলা ভালো
সেখানে থাকে
স্বাধীনতার আলো


My Blog

My Blog
My blog
My freedom
My voice
My choice
My Security
Identity
Liberty
Opportunity
My expression
My submission
My confession
My pleasure
I utilize my leisure
I say what I want to say
I share that I want to share
All I get here
Everything is fair
It removes
My depression
Suppression
Oppression
Makes me joyful
happy
Cheerful
Successful
It gives me courage
Makes me confident
I love my blog
My blog loves me