সোমবার, ৬ জুলাই, ২০১৫

মৃত্যু (Death)

মৃত্যু (Death)
জানিনা কখন
সীমার বাঁধনে বাঁধা সময়
ফুরালো অতি দ্রুত।
কাছ হতে শুনি
বিদায়ের ঘন্টা ধ্বনি।
দূর নয়
দেরী নয়
সময় নেইকো বাকী
যাবার সময় আজি
দুয়ারে দাঁড়ায়ে গাড়ী
যেতে হবে ত্বরা করি।
নবীনেরা অপেক্ষায় আছে
প্রবীনেরা গেলে ঘাট ছেড়ে
ভীড়বে তাদের তরী
ধরনীর তীরে।
পৃথিবী প্রস্তুত সাজে

নবীন বরণ উত্‌সবে।

রাজনীতি (Politics)

রাজনীতি (Politics)
রাজনীতি নয় রাজার নীতি
নয় সে রাজ্যের নীতি।
এ নীতি ও নীতি  
যে নীতি হোক
নয় সে সুনীতি
নয় কল্যাণের নীতি
নয় সে মহত্‌ কিছু অর্জন।
করে বর্জন
যা কিছু মঙ্গল
মানুষের তরে।
মুখে বড় বুলি
ছোঁড়ে শুধু গুলী
মানুষ করে বন্দী
কারাগার করে ভর্ত্তি
চুরি আর লুটপাটের ফন্দী
প্রতারণা আর ধোঁকাবাজি
সবই ফাঁকিঝুকি
ভোজবাজি জুয়োচুরি।
রাজনীতি বক্র
অতি দুষ্ট চক্র।
সুবচন হারালো কোথায়
অশ্লীল কুবচনের ভীড়ে।
বাতাস ভারী হয়ে ওঠে
হিংসা হানাহানি আর
উন্মত্ত জিঘাংসায়
হতাস চিত্তে
অসহায় জনতা
চেয়ে চেয়ে দেখে
স্বৈরাচারের আস্ফালন
গণতন্ত্রের নির্বাসন
মানবতার পরাজয়
নৈতিকতার অবক্ষয়।
পুরাণো জীর্ণশীর্ণ পূর্ব্বপুরুষ
আজ ক্লান্ত অবসন্ন ।
তারা চেয়ে আছে
নবীনের মুখপানে।
হে নবীন
জাগো জাগো
স্বাধীনতার মঙ্গল প্রদীপ জ্বালো
নূতন সূর্যের আলোয়

নূতন পৃথিবী গড়।