শনিবার, ৪ জুলাই, ২০১৫

পৌত্রের কথা (Sayings of the grandson)

পৌত্রের কথা (Sayings of the grandson)
পৌত্রের কথা
অনেক ব্যাথায় ভরা
বলে পৌত্র
দাদার নাম জানিনা
এসব বিষয় ভাবিনা
দাদার নামের কাম কি
দাদীর নামের দাম কি
আমার নামে আমি
আমার পরিচিতি
বর্তমানে ছুটি
ভবিষ্যত বুঝি
বাপের নাম জানি
মায়ের নাম না ভুলি
চাকরি খুঁজি
পাশপোর্ট করি
বাপের নাম
মায়ের নাম
লাগে কাজে অতি
যুগ বদলের পালা
পুরাণো সব ভোলা
পুরাণো হয় যারা
পশ্চাতে রয় তারা
নূতন যুগে বাতিল যারা
নূতন যুগের হাওয়া
অনেক কষ্ট পাওয়া।



আমার কন্যা (My daughter)

আমার কন্যা (My daughter)
আমার কন্যা
করুণার ঝর্না ধারা
সকল আশার আলো
দূর করে সব কালো
সবার কাছে ভালো
আমায় সে  দেয় শক্তি
হতাশা হতে মুক্তি
আমায় করে ভক্তি
সবার সে প্রিয় অতি
আমার প্রিয় সখী
আমার চোখের জ্যোতি
আমার ধ্রুব তারা
এমন গুণে গুণী
কোথাও না পাই খুঁজি
নিজ গুণে সে রানী
আমার নয়নের মণি
আমার দ:খের সাথী
আমার সুখে সুখী
সে আমার গৌরব
গোলাপের সৌরভ
আশীর্ব্বাদ ঝরে
আমার মায়ের তরে
প্রাণের গভীর হতে।

Professor Muhammad Yunus (Grameen Bank)

Professor Muhammad Yunus (Grameen Bank)
বাঙালী জাতিকে দিয়েছো তুমি
বিশ্বের শ্রেষ্ঠ সম্মান
নিজেকে করেছো
বিশ্ব বরেণ্য
আমাদের করেছো ধন্য
তুমি বাঙালীর গৌরব
ভুবন জুড়ে ছড়াও সৌরভ
গড়েছো গরীবের ব্যাংক
গ্রাম বাংলার ঘরে ঘরে
দরিদ্র মানুষের তরে
নারী পুরুষ
সকলের জন্যে
যারা স্বাধীন ব্যাবসা গড়ে
আত্ম কর্মসংস্থানের ছায়াতলে
নিষ্কৃতি পেল যারা সুদের কারবারী
মহাজন হতে
স্বাধীনতার স্বপ্ন এঁকেছো তুমি
অভাবী নারীর হৃদয়ে
নি:স্বকে দিয়েছো আশা
ভরসার ভেলা
পথের দিশা
পয়েছে সে আশ্বাস
প্রাণের ভিতরে গভীর বিশ্বাস
তোমার নিদর্শন
করেছে অনুসরণ
পৃথিবীর নানান দেশ
দুষ্ট চক্রের হিংসা বিদ্বেষ
হীনমন্যতা আগ্রাসন
তুমি করেছো অতিক্রম
তুমি বীর
তুমি বিজয়ী
তোমার অবদান চির অমলিন
চির অম্লান
তুমি অক্ষয়
তুমি অব্যয়
তুমি বরণীয়
তুমি পূজনীয়
তোমায় করি নমস্কার।