বৃহস্পতিবার, ২৫ জুন, ২০১৫

BRIBE

ঘূষ ( Bribe)
ঘূষের দবানলে পুড়ছে দেশ
এ এক দুঃসহ ক্লেশ
যেখানেই যাই
এ অফিস
সে অফিস
এ পাড়া ও পাড়া
বড় সাহেব
ছোট সাহেব
পিয়ন চাপরাসি আরদালী
চলে শুধু ঘুষের দালালী
এ জাতির বড় দোষ
শুধু ঘুষ আর ঘুষ
ঘুষ ছাড়া কাজ নেই
কথা নেই
গতি নেই
দুর্ভোগের শেষ নেই
কোথাও মানুষ নেই
জীবনের চাকা বন্ধ
ঘুষের নেশায় অন্ধ
সততার বাণী নিভৃতে কাঁদে
ঘুষের ফাঁদে মানুষ কাঁদে
ঘুষ দিলে কাড়ি কাড়ি
তবে হবে পুত্রের চাকরী
পিতামাতা বৃদ্ধ
জীবন যুদ্ধে
ক্লান্ত পরিশ্রান্ত
পুত্রের রোজগার
একমাত্র আশা
জীবন সমদ্রের ভেলা
চাকরীর বাজারে আগুন
চাচা ভাতিজার যুগ
করে না বিচার গুণাগুণ
মোটা টাকার শর্ত্ত
পিতা মাতার কষ্ট
এ বোঝা ভীষণ ভারী
অসহায় কান্ডারী
আশার আলো নিভে যায় গভীর অন্ধকারে
ফাইলের পাহাড় কাঁদে
ঘুষের নিরযাতনে
নৈতিকতার অবক্ষযে জর্জরিত
পরাজিত জাতি
কবে পোহাবে এ রাতি
কবে ঘুচবে এ মরণ ব্যাধি?
আর কত দেরী
 কত দিন বাকী
যবে মানুষের ধর্ম
হবে সত কর্ম

খুঁজি সেই বর্ম