সোমবার, ৬ জুলাই, ২০১৫

মৃত্যু (Death)

মৃত্যু (Death)
জানিনা কখন
সীমার বাঁধনে বাঁধা সময়
ফুরালো অতি দ্রুত।
কাছ হতে শুনি
বিদায়ের ঘন্টা ধ্বনি।
দূর নয়
দেরী নয়
সময় নেইকো বাকী
যাবার সময় আজি
দুয়ারে দাঁড়ায়ে গাড়ী
যেতে হবে ত্বরা করি।
নবীনেরা অপেক্ষায় আছে
প্রবীনেরা গেলে ঘাট ছেড়ে
ভীড়বে তাদের তরী
ধরনীর তীরে।
পৃথিবী প্রস্তুত সাজে

নবীন বরণ উত্‌সবে।

রাজনীতি (Politics)

রাজনীতি (Politics)
রাজনীতি নয় রাজার নীতি
নয় সে রাজ্যের নীতি।
এ নীতি ও নীতি  
যে নীতি হোক
নয় সে সুনীতি
নয় কল্যাণের নীতি
নয় সে মহত্‌ কিছু অর্জন।
করে বর্জন
যা কিছু মঙ্গল
মানুষের তরে।
মুখে বড় বুলি
ছোঁড়ে শুধু গুলী
মানুষ করে বন্দী
কারাগার করে ভর্ত্তি
চুরি আর লুটপাটের ফন্দী
প্রতারণা আর ধোঁকাবাজি
সবই ফাঁকিঝুকি
ভোজবাজি জুয়োচুরি।
রাজনীতি বক্র
অতি দুষ্ট চক্র।
সুবচন হারালো কোথায়
অশ্লীল কুবচনের ভীড়ে।
বাতাস ভারী হয়ে ওঠে
হিংসা হানাহানি আর
উন্মত্ত জিঘাংসায়
হতাস চিত্তে
অসহায় জনতা
চেয়ে চেয়ে দেখে
স্বৈরাচারের আস্ফালন
গণতন্ত্রের নির্বাসন
মানবতার পরাজয়
নৈতিকতার অবক্ষয়।
পুরাণো জীর্ণশীর্ণ পূর্ব্বপুরুষ
আজ ক্লান্ত অবসন্ন ।
তারা চেয়ে আছে
নবীনের মুখপানে।
হে নবীন
জাগো জাগো
স্বাধীনতার মঙ্গল প্রদীপ জ্বালো
নূতন সূর্যের আলোয়

নূতন পৃথিবী গড়।

রবিবার, ৫ জুলাই, ২০১৫

চোখের আড়ালে (Out of sight)

চোখের আড়ালে (Out of sight)
প্রেমে উন্মত্ত ছিলাম আমি
ভালোবাসায় নিমজ্জিত ছিলে তুমি
কখনও ভাবিনি
তোমায় যেতে হবে বহু দূরে
দিগন্ত ছাড়িয়ে
সমুদ্র পেরিয়ে
আমায় ছেড়ে
জীবনের প্রয়োজনে।
দূরে তুমি
দূরে আমি
মাঝখানে ওড়ে
স্মৃতির পখীরা আনমনে
আশা ছিল
আসবে তুমি ফিরে
আমাদের পুরাতন নীড়ে।
দিন যায় রাত আসে
রাত শেষে প্রভাত হাসে
বসন্ত কালে কোকিল ডাকে
বর্ষায় বাদল হাওয়া
মন উতল করে।
তুমি এলেনা ফিরে
হারালে শত মানুষের ভীড়ে।
কোথাও নেই তুমি
কোথাও নেই আমি
নেই সে পুরাতন বাঁশী
সেই মধুর সুর।
দূর হতে শুনি
বাঁশী নূতন সুরে বাজে
নূতন গান গায়
ছন্দে আনন্দে।
অপেক্ষার প্রহর শেষ
আশার আলোর
নেইকো লেশ
আমায় ঘিরে থাকে
ভাঙা হৃদয়ের বিষন্নতা
গভীর বেদনার ক্লেশ।
একদিন তাও হলো শেষ
রয়ে গেল শুধু
স্মৃতির সামান্য রেশ।

কাজ ( Work)

কাজ ( Work)
কাজ করি
ফসলের মাঠে
বাড়ীর উঠোনে
নদী সমুদ্রে
কাছে কিংবা দূরে।
কর্ম আনে গতি
আলস্যে টানে যতি
আনে সমৃদ্ধি
আনে প্রবৃদ্ধি
গড়ে সুস্বাস্থ্য
বাড়ায় ধন
বাড়ায় মান।
কাজে আনন্দ
কাজে সাফল্য
কাজে সৌভাগ্য।
কোন কাজ ছোট নয়
সব কাজই বড়
সব কাজই মহান
কোন কাজে নাই লজ্জা
নাই ভয়
সত্‌ কাজে সদা জয়
হোক তা ঘরে বা বাহিরে
ঘরের কাজ
নিজের কাজ
নিজের লাভ
কমে নাকো তাতে পুরুষের মান
সংসারের কাজে
বড়ালে হাত্‌
নারীর হাতে রাখলে হাত
সে হাত ফিরে আসে
পুরুষের কাছে
ভালোবাসায় পূর্ণ হয়ে।

প্রেমিক (Lover)

প্রেমিক (Lover)
ক্ষণিকের তরে প্রেম
ক্ষণে ক্ষণে বদলায়
চঞ্চল অতি
যৌবনের উচ্ছ্বাসে উদ্যাম
এই আছে
এই নাই
কখনও এ পাত্রে
কখনও সে পাত্রে
ফুলে ফুলে মধু খায়
প্রেমিক ভ্রমর সে
প্রেমিক যেখানে যায়
প্রেমের ফুল ফোটে সেথায়
পুরাণো প্রেম ভোলে
নূতন প্রেমের মোহে
এ মোহ চিরন্তন
যুগে যুগে কালে কালে
সভ্যতার শাসন
অতিক্রম করে
নূতন প্রেমে সদ্য ফোটা
গোলাপের সুবাস
চন্দনের মিষ্টি সুগন্ধ
প্রেমিক পান করে
অমৃত সুধা
ফুলের নির্যাসে সিক্ত
প্রেম সুধা
প্রেমিক ঘোরে
পথে পথে
বনে বনে
চিরন্তন তৃষ্নার তরে
সবুজ ঘাসের সন্ধানে
সদ্য ফোটা ফুলের খোঁজে।

শনিবার, ৪ জুলাই, ২০১৫

পৌত্রের কথা (Sayings of the grandson)

পৌত্রের কথা (Sayings of the grandson)
পৌত্রের কথা
অনেক ব্যাথায় ভরা
বলে পৌত্র
দাদার নাম জানিনা
এসব বিষয় ভাবিনা
দাদার নামের কাম কি
দাদীর নামের দাম কি
আমার নামে আমি
আমার পরিচিতি
বর্তমানে ছুটি
ভবিষ্যত বুঝি
বাপের নাম জানি
মায়ের নাম না ভুলি
চাকরি খুঁজি
পাশপোর্ট করি
বাপের নাম
মায়ের নাম
লাগে কাজে অতি
যুগ বদলের পালা
পুরাণো সব ভোলা
পুরাণো হয় যারা
পশ্চাতে রয় তারা
নূতন যুগে বাতিল যারা
নূতন যুগের হাওয়া
অনেক কষ্ট পাওয়া।



আমার কন্যা (My daughter)

আমার কন্যা (My daughter)
আমার কন্যা
করুণার ঝর্না ধারা
সকল আশার আলো
দূর করে সব কালো
সবার কাছে ভালো
আমায় সে  দেয় শক্তি
হতাশা হতে মুক্তি
আমায় করে ভক্তি
সবার সে প্রিয় অতি
আমার প্রিয় সখী
আমার চোখের জ্যোতি
আমার ধ্রুব তারা
এমন গুণে গুণী
কোথাও না পাই খুঁজি
নিজ গুণে সে রানী
আমার নয়নের মণি
আমার দ:খের সাথী
আমার সুখে সুখী
সে আমার গৌরব
গোলাপের সৌরভ
আশীর্ব্বাদ ঝরে
আমার মায়ের তরে
প্রাণের গভীর হতে।