সোমবার, ২৯ জুন, ২০১৫

সময়ের পরিবর্তন(Change of Time)

সময়ের পরিবর্তন(Change of Time)
সদাচরণ নির্বাসনে আজ
মানুষ চলে কাঁপিয়ে মাটি
ঝেঁটিয়ে নৈতিকতার বাণী
সদা উত্তেজনা উন্নাসিকতা
সদা উগ্রতা রুক্ষতা
দাম্ভিকতা কৃত্রিমতা
সুবচন শুনি কদাচিত
গুরুজনে ভক্তি মেলা ভার
ভক্তির সময় নেইকো তার
জীবনের গতি উদ্দাম
সব কিছু চলে দুমদাম
দাঁড়াবার সময় নেই চুপচাপ
দ্রুতগতি যন্ত্রের তালে
ধীর গতি বৃদ্ধ বেতাল
আশ্রয় মেলে তার বৃদ্ধাশ্রমে
কখনও বা মেলেনা তাও
দিন কাটে তার খেয়ে না খেয়ে
রাত কাটে পথে প্রান্তরে
হাটে মাঠে ঘাটে
বনে বাদাড়ে।
সন্তানের পিঠে আজ
পিতা মাতার বোঝা
যায়না টানা.
মাতা-পিতার অবদান
সেতো অতীতের গল্প
কেমনে শুনিবে তা
সময় যে অতি অল্প!
ওরা বাঁধনহারা চলে
মুক্ত জীবনের খোঁজে
স্মৃতির বোঝা বইতে নারে
অতীতের ভাষা বুঝতে নারে
পথ চলা শুধু সম্মুখ পানে।
সবাই চলে দেখে ঘড়ি
কেবলি তড়িঘড়ি
দৌড়াদৌড়ি
হুড়োহুড়ি লুটোপুটি
নেইকো সময়
ভালোবাসিবার তরে
পাখীর কলকাকলি শোনার তরে
উপরের সিঁড়ি অনেক দূরে
যেতে হবে দ্রুত লয়ে
ছন্দে ছন্দে তালে তালে
যেতে হবে সকলের আগে
সময়ের আগে
সবাইকে পিছনে ফেলে।


কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন