সোমবার, ২৯ জুন, ২০১৫

দরিদ্র আত্মীয় (Poor Relatives)


দরিদ্র আত্মীয় (Poor Relatives)
দরিদ্র আত্মীয় যারা
দূরে থাকে তারা
দূরে থাকি মোরা
নিমন্ত্রণ পায়না ওরা
উতসবে পার্বনে
জন্ম দিনে বা বিয়ের দিনে
ভুলে যাই ওদের
ভুলে থাকি
ভুল হয়ে যায়
ভয় পাই
ভয়ে থাকি
পাছে মলিন হয় উতসব
মলিন হয় আলোক বাতি
ম্লান হই আমি।
আসলে তা নয়
আলোকিত আমি
যখন দ্বিধা-দ্বন্দ ভুলি
আপন জনকে আপন বলে চিনি
নিজের করে ভাবি
কাছ থেকে দেখি
কাছে টেনে আনি

নিজের কাছে রাখি।

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন