সোমবার, ২৯ জুন, ২০১৫

কনে দেখা (Choosing the bride)

কনে দেখা (Choosing the bride)
এ বাড়ী ও বাড়ী ঘোরা
শত শত কনে দেখা
চা নাস্তা মিষ্টি সমুসা
পোলাও কোরমা খাওয়া
"কনে পছন্দ নয়" বলা
কনের বাপের পয়সা নষ্ট করা
আবার অন্য কোথাও দেয়া হানা
আবার চা নাষ্তা মিষ্টি সমুসা
পোলাও কোরমা খাওয়া
"কনে পছন্দ নয়" বলা
কত সহজে বলা
কত কঠিন ব্যাথা!
নেই কোনো লজ্জা!
কারো পৌষ মাস
কারো সর্ব্বনাশ
নারীর সম্মান হরনের কি নির্দয় প্রয়াস!
ময়েটি হাজির হয় বারবার সেজেগুজে
দুরু দুরু বক্ষে
আশায় বুক বেঁধে
পাত্র পক্ষের সামনে
কিন্তু হায়!
তারা বার বার আসে
বারবার হাসে
"কনে পছন্দ নয়" বলে
বারবার ফিরে যায়!
মেয়েটি ভাবে অতি কদাকার কুতসিত সে
অনাকাংখিত অপয়া মেয়ে
এহেন অবহেলা
এক নিষ্ঠুর খেলা
পাত্র পক্ষের দাপটে
প্রচন্ড প্রতাপে
কন্যা দায়গ্রস্হ পিতার
করুণ দুর্দশা
মান সম্মান টাকা পয়সা
সবকিছু হল শেষ
রয়ে গেল পাত্রপক্ষের
কটাক্ষ আর শ্লেষ
নিদারুণ ক্লেশ।
এ যুগের পাত্র
শিক্ষিত মার্জিত
রুচিতে বাঁধে না তার
এহেন দুরাচার
সভ্যতার কিসের বড়াই তার?


কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন