সোমবার, ২৯ জুন, ২০১৫

বই পড়ি (I read books)

বই পড়ি (I read books)
আমি বই পড়ি
আনন্দলোকে ভাসি
চলে যাই তেপান্তরের মাঠে
পথে প্রান্তরে
সমুদ্র পেরিয়ে
মরুভূমি ছাড়িয়ে
দূরে বহু দূরে
কখনও হাসি কখনও কাঁদি
কত কথা শুনি
কত কিছু শিখি
কত কিছু দেখি
শত কথা ভাবি
দু:খ বেদনা ভুলি
নূতন করে
নিজেরে খুঁজি।

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন